সিজারের সময় নবজাতকের মৃত্যু, আটক ৩

ময়মনসিংহ, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম | 2023-08-30 20:28:52

ময়মনসিংহে সিজার করার সময় নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

এ ঘটনায় সোমবার (২১ জানুয়ারি) দুপুরে নগরীর কৃষ্টপুরস্থ পরশ প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- জুয়েল, মুরাদ ও জনি।

কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার উজ্জ্বল কান্তি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (২০ জানুয়ারি) রাতে পরশ প্রাইভেট হাসপাতালে সদর উপজেলার কল্যাণপুর গ্রামের বাসিন্দা হারুন অর রশিদের স্ত্রী জান্নাতুল বেগমের সিজার হয়। সিজারে মৃত সন্তান হয়েছে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

উজ্জ্বল কান্তি আরও জানান, পরবর্তীতে সোমবার (২১ জানুয়ারি) সকালে চিকিৎসক ও হাসপাতালের অবহেলাকে দায়ি করে থানায় অভিযোগ করেন নবজাতকের বাবা হারুন অর রশিদ। এর পরিপ্রেক্ষিতে ওই হাসপাতালে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

নবজাতকটির বাবা হারুন অর রশিদ বলেন, ‘সিজারের পর প্রথমে জানানো হয় আমার সন্তান সুস্থ আছে। কিছুক্ষণ পর আবার বলে সে মৃত হয়েছে। পরে আমি তার গালে ও পিঠে কাটার দাগ দেখতে পাই। তাদের অবহেলার কারণে আমার সন্তানের মৃত্যু হয়েছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'

এ সম্পর্কিত আরও খবর