"যেখানেতে দেখি যাহা/মা-এর মতন আহা/একটি কথায় এত সুধা মেশা নাই/মায়ের মতন এত/আদর সোহাগ সে তো/আর কোনখানে কেহ পাইবে না ভাই।" - কাজী নজরুল ইসলাম
গত ১২মে বিশ্ব মা দিবসে সন্তোষপুর অনুচিন্তন আর্ট সেন্টারে ছায়ানট (কলকাতা) - এর বিশেষ অনুষ্ঠান 'আমাদের মা' অনুষ্ঠিত হয়। এর
পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন ছায়ানটের সভাপতি সোমঋতা মল্লিক। অনুষ্ঠানে বিশেষ সম্মান জ্ঞাপন করা হয় শ্রীমতী অলোকানন্দা রায় - কে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতী চন্দ্রা মুখোপাধ্যায় এবং বিশিষ্ট প্রাবন্ধিক ও সম্পাদক শ্রী দেবজ্যোতিনারায়ণ রায়। মা- সন্তানের সম্পর্কে জড়িয়ে থাকা সুর শোনা যায় শ্রীমতী চন্দ্রা মুখোপাধ্যায়ের কণ্ঠে। অনুষ্ঠানের শুরুতে বাঙালির প্রাণের কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ শ্রীমতী কল্যানী কাজীর প্রথম প্রয়াণ বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। নজরুল চর্চায় তাঁর অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন উপস্থিত সকলেই।
স্বরচিত কবিতা পাঠ করেন সুজল দত্ত এবং সোনালী চট্টোপাধ্যায়। মা - সম্পর্কিত কবিতা আবৃত্তি করেন অরণ্য স্পন্দন ভদ্র, আর্যদ্যুতি ঘোষ, অর্ঘ্যদ্যুতি ঘোষ, রীতিশা ব্যানার্জী, ইন্দ্রাণী লাহিড়ী, দেবযানী বিশ্বাস, সুকন্যা রায়, তনুকা চক্রবর্তী, আশিস বন্দ্যোপাধ্যায়, অন্বেষা মুখার্জী, সীমা মিত্র ব্যানার্জী, অর্পিতা বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা পিহুঁ কর্মকার, সুদীপ্তা মুখার্জি, জি. এম. আবুবকর, স্বাগতা ভট্টাচার্য, অপর্না চক্রবর্তী, শ্যাম সাহা, পিয়ালী ঘোষ, দেবস্মিতা দাস ও রীতা শর্মা।