দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারির প্রথম থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ৩২ জনে। এ সময় আক্রান্ত হয়েছেন ২১ জন। আর জানুয়ারি থেকে এই পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে দুই হাজার ৫৪৫ জন।
বুধবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকার বাসিন্দা ১২ জন ও ঢাকার বাইরের ৯ জন। এদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ১১ জন। আর মারা যাওয়া তিনজনই ঢাকার বাসিন্দা।
এ সময় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২০ জন। আর জানুয়ারি থেকে এখন পর্যন্ত বাড়ি ফিরেছেন দুই হাজার ৩৭৭ জন।