ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-05-18 13:05:53

রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা ১১:৫৭ টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে শনিবার (১৮ মে) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানান সূত্রাপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. হাসান আলী। এসি থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। 

এদিকে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এই ফায়ার সার্ভিস কর্মকর্তা। 

এ সম্পর্কিত আরও খবর