রংপুরে এনএসআই’র ভুয়া কর্মকর্তা আটক

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম | 2023-08-28 05:04:27

রংপুরে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয় দেওয়া সাদমান সাকিব নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে এনএসআই’র একটি নকল আইডি কার্ড ও একটি মোটরসাইকেল জব্দ কর হয়েছে।

সোমবার (২১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের পাগলাপীর বন্দর থেকে তাকে আটক করা হয়। সাদমান সাকিব কুড়িগ্রাম জেলার পলাশবাড়ী পাঠানপাড়া গ্রামের রেজওয়ানুর রহমানের ছেলে।

সদর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএস সাজেদুল ইসলাম বলেন, ‘সাদমান সাকিব বেশ কিছুদিন ধরে নিজেকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) জুনিয়র ফিল্ড অফিসার পরিচয় দিয়ে পাগলাপীর বন্দরে চাঁদাবাজি করে আসছিল। এছাড়া সে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ডগুলো থেকেও চাঁদা আদায় করে আসছিল।’

তিনি আরও বলেন, ‘টহল পুলিশের একটি দল তাকে চ্যালেঞ্জ করলে নিজেকে সে এনএসআই’র কর্মকর্তা হিসেবে দাবি করে। পরে খোঁজ-খবর নিয়ে দেখা যায় সে এনএসআই’র ভুয়া কর্মকর্তা।’

আটক এ প্রতারককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর