মানিকগঞ্জে অবৈধ ইটভাটা উচ্ছেদ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 16:55:56

বেআইনিভাবে ইটভাটা পরিচালনা করে কৃষি জমি ধ্বংস, জীববৈচিত্র্য বিনষ্ঠ এবং জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্থ করার দায়ে মানিকগঞ্জের দুটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছে দুর্নীতি দমন কমিশন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) মানিকগঞ্জের  সিঙ্গাইর উপজেলায় দুইটি ইটভাটা উচ্ছেদ করা হয়। এ সময় বুলডোজারের সহায়তায় ১২০ ফুট উচ্চতার দুটি অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হয় এবং ফায়ার ব্রিগেডের মাধ্যমে ইটভাটার আগুন নেভানো হয়।

অভিযানে অংশগ্রহণ করেন মানিকগঞ্জ জেলা প্রশাসনের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ কার্যালয়, ফায়ার ব্রিগেড ও এক প্লাটুন পুলিশ। দুদকের পক্ষ থেকে পুরো অভিযানটি তদারক করেন দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও উপসহকারী পরিচালক মোঃ জিন্নাতুল ইসলাম।

উল্লেখ্য, এ ইটভাটা নির্মাণের জন্য জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বিএসটিআই-এর কোন অনুমোদন নেয়া হয়নি।

অভিযান প্রসঙ্গে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী মন্তব্য করেন, প্রতিটি অবৈধ ইটভাটা দুর্নীতির ফসল, কাঁচা অর্থের লোভে  পরিবেশ ধ্বংস করতে দ্বিধা করছে না ।

এ সম্পর্কিত আরও খবর