কুমিল্লায় জমি নিয়ে দু'গ্রুপের সংঘর্ষ, গুরুতর আহত ৩

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2024-05-26 21:03:08

কুমিল্লার চৌদ্দগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দু'গ্রুপের সংঘর্ষে নারীসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। রবিবার (২৬ মে) সকালে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

জানা যায়, বুধবার উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী এলাকায় জমি নিয়ে দু'গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ ৪-৫ জন আহত হয়। স্থানীয়রা তাদের আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শনিবার রাতে আহত ৩ জনের অবস্থার অবনতি ঘটলে সকালে চিকিৎসক তাদের ঢাকায় প্রেরণ করেন।

আহতরা হলো- একই গ্রামের মো: ইউছুফ মোল্লা (৫০), তাঁর ছেলে প্রবাসী মো: ইসমাইল মোল্লা (২৮) ও তাঁর স্ত্রী মোসা: রোকেয়া বেগম (৪৫)।

বিষয়টি নিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, মারামারির সংবাদ পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবিষয়ে অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর