জমির মালিক সেজে প্রতারণা, গ্রেফতার ১

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-06-24 17:43:39

অন্যের জমির মালিক সেজে, জমি বিক্রি করে টাকা আত্মসাৎকারী চক্রের ১ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নাজমুল হক।

নাজমুল হক বলেন, 'প্রতারক চক্রের মূল হোতা পলাতক হারুন অর রশিদের পরামর্শে তার সহযোগীরা পরস্পরের যোগসাজশে অন্যের জমির মালিক সাজে। তারপর নকল দলিল তৈরি করে জমি বিক্রি করে।'

এসব ঘটনায় ভুয়া মালিক হয়ে জমি বিক্রির দায়ে জাহাঙ্গীর হোসেন ফারুক (৬০) নামের একজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

ডিবির এই সহকারী পুলিশ কমিশনার জানান, তুরাগ থানা এলাকার আব্দুল কাদেরের ২৭.৫ শতাংশ জমি প্রতারণার মাধ্যমে বিক্রির উদ্দেশ্যে জাহাঙ্গীর হোসেন ফারুক ভুয়া মালিক হন।

এই প্রতারক প্রকৃত মালিক আব্দুল কাদেরের স্বাক্ষর নকল করে জমি বিক্রি করার পরিকল্পনা করে। এই উদ্দেশ্যে প্রিয়াঙ্কা গ্রুপের চেয়ারম্যান সাইদুর রহমানের নিকট হতে বায়না বাবদ ১০ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি।

এ ঘটনায় প্রিয়াঙ্কা গ্রুপের প্রতিনিধি বাদী হয়ে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন।

গোপন তথ্যের ভিত্তিতে, প্রতারণাকারীর অবস্থান জেনে, ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম অভিযান চালিয়ে এ প্রতারকে গ্রেফতার করে।

উল্লেখ্য এর আগেও এই প্রতারণাকারী চক্রটি একাধিক বার এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

এ সম্পর্কিত আরও খবর