হঠাৎ করে হার্ড লাইনে পুলিশ

সিলেট, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-31 14:20:22

সিলেটে হঠাৎ করেই হার্ড লাইনে অবস্থান নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। একই দিনে পুলিশ সিলেটের আলোচিত দুই সাবেক ছাত্র নেতাকে পৃথক দুটি অভিযান চালিয়ে আটক করে। এরমধ্যে একজনকে ইয়াবাসহ আটক করা হয়। অপরজন ওয়ারেন্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন।

কতোয়ালী থানার ওসি মোঃ সেলিম মিয়া জানান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি ও মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পিযুষ কান্তি দে’কে গ্রেফতার করা হয় চাঁদাবাজি মামলায়।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বেলা দেড়টার দিকে শেখঘাট কুয়ারপাড়স্থ নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। চাঁদাবাজি মামলায় পীযুষের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা ছিল। ওসি সেলিম মিয়া জানান, পিযুষ কান্তি দে’কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে সিলেট সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও বর্তমান আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ ওরফে কালা ফারুকসহ তিনজনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ১১২ পিস ইয়াবাও উদ্ধার করা হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের এক অভিযানে নগরীর সোবহানীঘাটস্থ সুগন্ধা পার্সেল সার্ভিস থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত অন্য দুইজন হলেন- ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নগরীর মাছিমপুরের মণিপুরী পাড়ার ফারুক আহমদের ছেলে ফেরদৌস আহমেদ বাবলু (৪৩) এবং নগরীর ৪১ কলবাখানির মৃত আবদুল হকের ছেলে ফজলুল হক (৪৩)। আটককৃতরা সিলেটের জকিগঞ্জ হতে ইয়াবা সংগ্রহ করে নগরীতে এনে বিক্রি করতো।

অপর দিকে সিলেটের আলোচিত পিযুষ-কালা ফারুক গ্রেফতারের খবরে টনক নড়েছে সরকারের নাম ভাঙ্গিয়ে নানা অপরাধে জড়িতদের। এদের অনেকেই আত্মগোপনে চলে যাচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। আটক পিযুষ কান্তি দে ও কালা ফারুক নগরীতে নানা কারণে আলোচিত।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা অপরাধী যেই হোক কোন ছাড় নেই। অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর