ময়মনসিংহে ভ্রাম্যমাণ বইমেলায় পাঠকদের সাড়া

ময়মনসিংহ, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম | 2023-08-18 18:32:41

ময়মনসিংহে শুরু হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা।

বুধবার (২৩ জানুয়ারি) নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে শুরু হওয়া এ মেলায় ব্যাপক সাড়া মিলেছে পাঠক ও বইপ্রেমীদের।

ভ্রাম্যমাণ বইমেলার সিনিয়র ইনচার্জ দোলেয়ার হোসেন বার্তা২৪.কমকে বলেন, ‘বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যেগে ৭২তম ভ্রাম্যমাণ বইমেলা চলছে ময়মনসিংহে। এ বইমেলায় দেশ-বিদেশের প্রায় ১৫০টি প্রকাশনা প্রতিষ্ঠানের ১০ হাজারেরও বেশি বই রাখা হয়েছে। গল্প, কবিতা, উপন্যাস, ধর্ম, দর্শন, ইতিহাস, শিশু-কিশোরদের বইসহ সব ধরনেরই বই রাখার চেষ্টা করেছি এখানে।’

তিনি আরও বলেন, ‘প্রতিদিন বেলা ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলেই এখানে এসে বই পড়তে ও কিনতে পারবেন। মেলাটি শেষ হবে আগামী ২৭ জানুয়ারি।’

মেলায় আগত মাহমুদা নামের এক পাঠক বার্তা২৪.কমকে বলেন, ‘বইপ্রেমী মানুষদের জন্য এটি একটি চমৎকার উদ্যোগ। পাশাপাশি পার্কের মতো মনোরম পরিবেশে বই পড়তে খুবই ভাল লাগছে।’

এ সম্পর্কিত আরও খবর