এজাজ হত্যার ২৪ ঘণ্টা পার হলেও হয়নি মামলা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2024-06-06 21:09:38

ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ কর্মী আয়াশ রহমান এজাজকে এজাজকে গুলি করে হত্যার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনো অভিযোগ দেয়নি। এছাড়াও এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন মামলা না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল ফারাবী জয়কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রলীগের দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে হাসান আল ফারাবীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। বুধবার (৫ জুন) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক এই সিদ্ধান্ত নেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। অস্ত্রধারীকে চিহ্নিত করা হয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তাছাড়া নিহত এজাজের মরদেহ ঢাকা থেকে বাড়িতে আনা হয়েছে। রাতেই মামলা হতে পারে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর