লে. কর্নেল হলেন ৪ নারী কর্মকর্তা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-08-28 20:17:15

লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেলেন সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী কোর্সের চার নারী কর্মকর্তা। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সেনাবাহিনী সদর দপ্তরে পদোন্নতিপ্রাপ্ত নারী কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর হতে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতিপ্রাপ্ত চার নারী কর্মকর্তা হলেন মেজর সানজিদা হোসেন (আর্টিলারি), মেজর সৈয়দা নাজিয়া রায়হান (আর্টিলারি), মেজর ফারহানা আফরীন (আর্টিলারি) ও মেজর সারাহ্ আমির (ইঞ্জিনিয়ার্স)।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নারীর ক্ষমতায়নের অঙ্গীকারের অংশ হিসেবে ২০০০ সাল হতে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী কোর্সে নিয়মিতভাবে নারী কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে। ৪৭তম দীর্ঘমেয়াদী কোর্স থেকে শুরু হওয়া এসব নারী কর্মকর্তারা ইতোমধ্যে নিজ নিজ কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা প্রদর্শনে সফল হয়েছেন। তাদের এই সক্ষমতার অংশ হিসেবে চারজন নারী কর্মকর্তাকে মেজর হতে লে. কর্নেল পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর