বিএনপি না এলেও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে: এইচটি ইমাম

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 07:13:16

উপজেলা নির্বাচনে বিএনপি না আসলেও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম।

শুক্রবার (২৫ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিস্থ শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের পাশের ভবনে প্রচার উপ-কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এইচটি ইমাম বলেন, দেশে আরও অনেক দল আছে। এবার তো বিএনপি কোণঠাসা হয়ে গেছে। তাদের বাইরে তো অনেকে দল আছে; তারা নির্বাচনে আসবে। তবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

এর আগে তিনি বলেন, নির্বাচনে দু’টি বিষয় খুবই উল্লেখযোগ্য। এগুলো বিরোধী দলের চোখে পড়েনি।

একটি হলো নারী জাগরণ। বাংলাদেশের নির্বাচনে গ্রাম শহরে সব জায়গায় নারী ভোটারদের আধিক্য দেখা গেছে। এর কারণ হলো- গত ১০ বছরে নারী জাগরণ ও নারীর ক্ষমতায়নে কাজ করেছেন জননেত্রী শেখ হাসিনা।

আরেকটি তরুণ প্রজন্ম। যাদের সামনে বিরোধী আর যুদ্ধপরাধীরা ভুল কথা বলে, মিথ্যা ইতিহাস তুলে ধরেছিল। গত ১০ বছর সঠিক ইসিহাস তুলে ধরার ফলে এখন তারা মুখ ফিরিয়ে নিয়েছে বিএনপি-জামায়াতের কাছ থেকে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

এ সম্পর্কিত আরও খবর