সন্ধ্যা নদী ভাঙনে ঝুঁকিপূর্ণ সেতু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম | 2023-08-28 06:18:22

বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙনে ঝুঁকিপূর্ণ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (দোয়ারিকা) সেতু এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম।

শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঐ এলাকা পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, ‘সন্ধ্যা নদীর ভাঙন কবলিত এলাকাটি পরিদর্শন করেছি। নদীটির মাঝামাঝি ড্রেজিং করা হলে পানির গতিপথটা মাঝ দিয়ে চলে যাবে। এতে করে আর নদীর পাড় ভাঙবে না। এরপর প্রকল্প অনুসারে কাজ হবে।
আর কাজ সম্পন্ন হলে, আগামী ১০০ বছরে এই দোয়ারিকা সেতু নিয়ে কোনো ভয় থাকবে না, যদি নতুন কোনো সমস্যার সৃষ্টি না হয়।

তিনি আরও বলেন, ‘আগামী মঙ্গলবার (২৯ জানুয়ারি) থেকে সন্ধ্যা নদীতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হবে। যা মার্চের মধ্যেই শেষ হয়ে যাবে।’

পরিদর্শনকালে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার, সড়ক ও জনপদ বরিশাল নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা, পাউবো,র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রমজান আলী প্রামানিক এবং নির্বাহী প্রকৌশলী আবু সাঈদসহ পাউবো,র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর