ময়মনসিংহে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের হাত বিচ্ছিন্ন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2024-06-15 16:52:32

ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে মোহন মন্ডল (৩২) নামে এক যুবকের হাত বিছিন্ন হয়ে গেছে।

শনিবার (১৫ জুন) বেলা এগারোটার দিকে নগরীর কেওয়াটখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত যুবক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ৯নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

আহত যুবক মোহন মন্ডল নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার দেওপাড়া এলাকার জালাল মন্ডলের ছেলে।

জানা যায়, মোহন মন্ডল পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উৎযাপন করতে ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনের ছাদে করে গ্রামের বাড়ি ফিরছিলেন। বলাকা কমিউটার ট্রেনটি ময়মনসিংহ নগরীর কেওয়াটখালি এলাকায় পৌঁছলে হঠাৎ ছাদ থেকে পড়ে গিয়ে হাত বিছিন্ন হয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে রেলওয়ে থানার পুলিশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিনি হাসপাতালের সার্জারি বিভাগের ৯ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, আহত যুবককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ছাদে ভ্রমণ করা নিষিদ্ধ। আমরা দেখার সঙ্গে সঙ্গে নামিয়ে দিচ্ছি।

এ সম্পর্কিত আরও খবর