নতুুন পানিতে দেশীয় মাছ ধরার ধুম

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কিশোরগঞ্জ | 2024-06-19 16:21:08

কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে কিশোরগঞ্জের সবগুলো উপজেলায় জলাশয় ও ধানের জমিতে জমেছে নতুন পানি। বিশেষ করে খাল-বিল এখন পানিতে টইটম্বুর৷ ফলে ধানের জমি ও খাল-বিলের মধ্যে  মিলছে দেশীয় মাছ।

বুধবার (১৯ জুন) দুপুরের দিকে সরেজমিনে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের খামা এলাকায় এসব চিত্র দেখা যায়।  

শিশু-কিশোর থেকে বৃদ্ধদের সবাই মাছ ধরতে ব্যস্ত। কেউ কেউ মাছ ধরছেন শখের বশে। ঠেলা জালি, বাঁশের বেত দিয়ে তৈরি বিশেষ চাই, ম্যাজিক জাল, বরশি নিয়ে মাছ ধরতে মনের আনন্দে নেমেছে মানুষ৷ 

কটিয়াদী উপজেলার মসুয়া, আচমিতা, বনগ্রাম, চান্দপুর ও পাকুন্দিয়া উপজেলার চরসিন্দুর, আজলদী, হোসেন্দীসহ বিভিন্ন এলাকায় মাছ ধরার ধুম লেগেছে। জেলার নিকলী উপজেলার হাওরে নতুন পানি আসায় মাছ ধরতে নেমেছে জেলেরাও৷ জেলেদের জালেও ধরা পড়ছে দেশীয় মাছ।


মাছ শিকারী জমশেদ উদ্দিন বলেন, নতুন পানিতে দেশীয় মাছ ধরতে নেমেছি৷ সারাদিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ২-৩ কেজি দেশীয় মাছ ধরতে পারছি৷ মাছ ধরাটা মনের আনন্দ।'

কটিয়াদী উপজেলার আচমিতা এলাকার মাছ শিকারী জসিম বলেন, আমরা অনেকটা শখের বশে মাছ ধরছি৷ উড়ো জাল ফেলে কিছু ছোট মাছ পেয়েছি৷ পুঁটি, বালিয়া, বাইম, টেংরা, কই ইত্যাদি।

এ সম্পর্কিত আরও খবর