তিস্তায় নৌকাডুবির ২৪ ঘণ্টা, নিখোঁজ ৬ জনসহ নৌকাটিরও খোঁজ মেলেনি

, জাতীয়

কল্লোল রায়, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম | 2024-06-20 19:31:02

কুড়িগ্রামের উলিপুরের তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ রয়েছে শিশুসহ ৬ জন। ৬ জনের মধ্যে একই পরিবারের ৪ জন রয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ৪ জনই শিশু ও দুইজন স্বামী-স্ত্রী।

বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। অপর দিকে তিস্তার পাড়ে অপেক্ষায় আছেন স্বজনেরা।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শরীফুল ইসলাম সন্ধ্যা ৭ টার দিকে জানান, ৩ টি উদ্ধারকারী দল এখনও নদীতে খোঁজ চালাচ্ছে। নৌকাডুবির স্থান থেকে প্রায় ৪ কিলোমিটার ভাটিতে হরিপুর ব্রিজ পর্যন্ত গিয়েও নিখোঁজ লোকদের খোঁজ চালানো হয়েছে। সেখানেও কাউকে পাওয়া যায়নি। এখন পর্যন্ত ডুবন্ত নৌকাটিরও সন্ধ্যান পাওয়া যায়নি বলে জানান তিনি। নৌকা ডুবির ঐ স্থানে প্রায় ৩০ মিটার পানির গভীরতা ছিলো। স্রোতের তীব্রতা গতকালের থেকে আজকে কমেছে বলেও জানান তিনি।


এর আগে বুধবার (১৯ জুন) সন্ধ্যার আগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের পুরাতন বজরা ঘাট থেকে নৌকায় করে দাওয়াত খেতে যাচ্ছিল শিশু নারীসহ ২৫ জন যাত্রী। নৌকাটি তিস্তার ওপারে একই ইউনিয়নের দামার হাট ঘাটের কাছাকাছি পৌঁছাতেই তিস্তার তীব্র স্রোতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ও সাঁতার কেটে জীবিত উদ্ধার হন ১৮ জন। পরে ঘটনাস্থল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আর বাকি ৬ জনকে উদ্ধারে নদীতে তল্লাশী চালাচ্ছে রংপুর ও কুড়িগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ৩ টি ডুবুরি দল।

নিখোঁজদের স্বজন আরিফুর ইসলাম বলেন, আমার ৬ জন লোক এখনো নিখোঁজ আছে। আর একটা বাচ্চা মারা গেছে। বাকীদের জন্য ঘাটে বসে অপেক্ষা করছি। এখন আল্লাহ ভরসা।

এ সম্পর্কিত আরও খবর