আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা ২৪.কম | 2023-08-30 18:13:15

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বন্দরের পশ্চিমপাড় খান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নয়টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

শুক্রবার (২৫ জানুয়ারি) রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে বাজারের একটি লাইটপোস্টে তারে তারে ঘর্ষণের কারণে আগুনের ফুলকি সৃষ্টি হয়। যা নিচে থাকা একটি দোকানে পড়ে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে প্রথম গৌরনদী ও কোটালিপাড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে বরিশাল থেকে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায়। ততক্ষণে বাজারের নয়টি দোকান পুরোপুরিভাবে পুড়ে যায়। এছাড়া আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় বাজারের অন্যান্য ব্যবস্থা প্রতিষ্ঠানসহ কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

বাজার কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ সিকদার বলেন, ‘বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের কারণে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক আহমেদ জানান, অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে জসিম দাড়িয়ার মার্কস ফ্যাশন, জাহাঙ্গীর সিকদারের মেসার্স সিকদার ট্রেডার্স, আশিক দাড়িয়ার বিসমিল্লাহ হার্ডওয়ার, মিজানুর রহমানের মাহিম ফ্যাশন হাউজ, রফিকের টেইলার্স, লিয়াকত শেখের শারমিন কসমেটিকস, শামিম শেখের ১-৯৯, মজিদ খানের মজিদ স্টোর এবং মুরাদের ম্যাপ ইন্টারনেটের দোকান রয়েছে।

তিনি আরও জানান, আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে আগুনের খবর পেয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাস, থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সম্পর্কিত আরও খবর