ভুল ব্যাখ্যা দিয়ে অর্থ নেয় জেএমবির এই দুই সদস্য

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-30 11:47:47

রংপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে আটক করেছে র‍্যাব।

শনিবার (২৬ জানুয়ারি) র‍্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- মো. আজিজুল ইসলাম সালেহী (৩০) ও মো. শাহনেওয়াজ ইসলাম নিশাত (২৬)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৫ জানুয়ারি) রংপুর জেলার কোতোয়ালি থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ওই দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে- সংগঠনকে চাঙা রাখতে বিভিন্ন লোকজনকে ভুল ব্যাখ্যা দিয়ে অর্থ সাহায্য নেয় তারা। পরে তারা সেই অর্থ দিয়ে সংগঠন পরিচালনা করে। এছাড়া এলাকাভিত্তিক নতুন সদস্য সংগ্রহ, সদস্যদের ডাটাবেজ সংরক্ষণ, প্রশিক্ষণ ও অন্যান্য পরিকল্পনা করে থাকে। তারা শুধু উত্তরবঙ্গেই নয়, সমগ্র দেশেই তাদের নানা ধরনের নাশকতার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে বিভিন্ন এনজিও থেকে অর্থ ছিনতাই, ইসলাম বিরোধীদের হত্যা করা ইত্যাদি।

এ সম্পর্কিত আরও খবর