গাইবান্ধার পিটিয়ে মারা সাপটি রাসেল ভাইপার নয়, অজগরের বাচ্চা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2024-06-23 00:09:30

গাইবান্ধার সুন্দরগঞ্জে পিটিয়ে মারা সাপটি রাসেল ভাইপার নয়। এলাকাবাসী যে সাপটিকে বিষাক্ত রাসেল ভাইবার মনে করে পিটিয়ে মেরেছে। মূলত সাপটি ছিলো একটি অজগরের বাচ্চা

শনিবার (২২ জুন) রাত ১১ টায় বিষয়টি মুঠোফোনে বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম।

এরআগে একইদিন বিকেলে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার এলাকায় সাপটিকে পিটিয়ে মারে এলাকাবাসী।

উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, এলাকাবাসীরা ভুলবশত সাপটিকে রাসেল ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে পিটিয়ে মারে। মূলত সাপটি একটি অজগর সাপের বাচ্চা ছিল যা বিষাক্ত নয় এবং সাধারণত মানুষের জন্য বিপজ্জনকও নয়। এ সময় তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেন। একই সাথে গুজব ছড়ানো থেকে মানুষকে সতর্ক করেন। এছাড়া এরকম কোনো সাপ চোখে পড়লে প্রয়োজনে হটলাইন নম্বর অথবা বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার সাহায্য নেওয়ারও পরামর্শ দেন এই কর্মকর্তা।

সুন্দরগঞ্জে সাপটি মেরে কে বা কাহারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এর পরেই বিভিন্ন আইডি থেকে সুন্দরগঞ্জে রাসেল ভাইপার পিটিয়ে মেরেছে বলে গুজব ছড়ানো হতে থাকে।

এ সম্পর্কিত আরও খবর