টেকনাফের হোয়াইক্যং সীমান্তে মাইন বিস্ফোরণে মিয়ানমার নাগরিকের পা বিচ্ছিন্ন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2024-06-23 01:44:42

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিয়ানমারের এক নাগরিকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে কক্সবাজার সদর হাসপাতাল ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

শনিবার (২২ জুন) বিকেলের দিকে এঘটনা ঘটলেও কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় রাত ১০.৪০ এর দিকে। তাকে রাত সাড়ে বারোটার দিকে চট্টগ্রামে রেফার করা হয়।

মাইন বিস্ফোরণে আহত হয়ে পা বিচ্ছিন্ন হওয়া মিয়ানমারের নাগরিকের নাম আনোয়ার (২৬)। তার বাবার নাম নুর মোহাম্মদ। তবে সে সীমান্তে কি করছিলো বা বাংলাদেশে কিভাবে এসেছে বা সে রোহিঙ্গা কিনা জানা যায়নি।

আনোয়ারের সাথে আসা স্বজন মোহাম্মদ বলেছেন, বিকেল তিনটার দিকে নাফ নদীতে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় মাইন বিস্ফোরণ হয়ে সে আহত হয়।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত এক চিকিৎসক জানিয়েছেন, মিয়ানমারের একজন নাগরিক মাইন বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে মেডিসিন বিভাগে ভর্তি দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর