ইঞ্জিন বিকল হয়ে ৩ ঘণ্টা ট্রেন বন্ধ, স্টেশন ভাঙচুর

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2024-06-23 01:49:28

কুমিল্লার লালমাই রেলস্টেশন এলাকায় চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। এ সময় ট্রেনটি প্রায় ৩ ঘণ্টা আটকে থাকার পর চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে ট্রেন ছেড়ে যাওয়ার আগ-মুহুর্তে কিছু যাত্রী রেলস্টেশনের অফিসে পাথর ছুঁড়ে ভাঙচুর করে।

শনিবার (২২ জুন) সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। তবে বিকল্প রেলপথ থাকায় এ ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত হয়নি।

লালমাই রেলস্টেশন সূত্র জানায়, শনিবার বিকেলে কর্ণফুলী এক্সপ্রেস কমিউটার ট্রেনটি লালমাই স্টেশন এলাকায় আসলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে সন্ধ্যা সাতটার দিকে আরেকটি ইঞ্জিন এনে ওই স্টেশন থেকে ছেড়ে যায়। এ সময় কিছু যাত্রী ক্ষিপ্ত হয়ে ট্রেনের ছাদ থেকে পাথর ছুঁড়ে স্টেশনের অফিস ভাঙচুর করে।

এ ঘটনার পর লালমাই রেলস্টেশনের দায়িতপ্রাপ্ত কর্মকর্তাদের একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি।

কুমিল্লা রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বলেন, লালমাই স্টেশনে গিয়ে ট্রেনটি চলন্ত অবস্থায় হঠাৎ দাঁড়িয়ে যায়। পরে লাকসাম থেকে বিকল্প একটি ইঞ্জিন এসে সন্ধ্যা ৭ টার দিকে ট্রেনটি কুমিল্লা ছেড়ে গেছে। তবে স্টেশন ভাঙচুরের বিষয়টি জানা নেই।

এ সম্পর্কিত আরও খবর