চট্টগ্রামে ফার্নিচার মেলায় ক্রেতাদের ভিড়

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা ২৪.কম | 2023-08-30 00:47:10

নগরীর জিইসি কনভেনশন হলে ফার্নিচার মেলায় ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। ক্রেতারা স্টল ঘুরে দেখছেন কার বাসায় কি ধরনের ফার্নিচার মানান সই হবে।

শনিবার (২৬ জানুয়ারি) মেলা জমজমাট দেখা যায়। বাংলাদেশ ফার্নিচার শিল্প সমিতির সভাপতি নুরউদ্দিন বার্তা২৪ কে বলেন, রুচিশীল আধুনিক ডিজাইনের ফার্নিচার সৌখিন মানুষের পছন্দ। অফিস ও ঘরবাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে নিত্য নতুন ডিজাইনের ফার্নিচারের কোন বিকল্প নেই। চাহিদার কথা বিবেচনা করে চট্টগ্রামে ৬ দিনব্যাপী ১০তম ফার্নিচার মেলার আয়োজন করছি। শুক্রবারে প্রচুর দর্শনার্থী ও ক্রেতা মেলায় এসেছিল।

মেলায় লাক্সারী ফার্নিচারের সত্ত্বাধিকারী ইকবাল হোসেন বার্তা২৪ কে বলেন, মেলায় সন্তোষজনক বেচাকেনা হচ্ছে। এ মেলাতে আমাদের প্রচারণাও হয়েছে। এতে ভবিষ্যতে ব্যবসা আরও বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।

২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নগরীর জিইসি কনভেনশন হলে এ মেলায় ৩৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।

ফার্নিচার শিল্পকে রফতানিমুখী শিল্পে পরিণত করতে সরকারের সহযোগিতা কামনা করেন ফার্নিচার শিল্পের মালিকরা।

মেলা কমিটির আহবায়ক মাকসুদুর রহমান বার্তা২৪ কে বলেন, মেলায় আমরা বেশ সারা পাচ্ছি। 

এ সম্পর্কিত আরও খবর