কাস্টমস দিবসে বক্তারা: বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,খুলনা, বার্তা২৪.কম | 2023-08-27 02:10:47

ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের ১৮৩টি সদস্য দেশের সাথে একযোগে খুলনায় আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হয়েছে।

শনিবার (২৬ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের খুলনা-মোংলা আঞ্চলিক কমিটি দিবসটি উদযাপনে নানামুখী কর্মসূচি গ্রহণ করে। এ বছর কাস্টমস দিবসের প্রতিপাদ্য ‘অবাধ বাণিজ্য, ভ্রমণ এবং পরিবহনের জন্য স্মার্ট সীমান্ত ব্যবস্থা’।

দিবসের শুরুতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি মোংলা কাস্টম হাউস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর হোটেল টাইগার গার্ডেন ইন্টারন্যাশনালে এসে শেষ হয়। র‌্যালি শেষে হোটেলের হল রুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে সেমিনার অনুষ্ঠিত হয়।

দুপুরে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, একসময় বাংলাদেশের বাজেট ছিলো পরনির্ভরশীল। বাজেট প্রণনয়ের আগে বিদেশি সাহায্যের অপেক্ষায় থাকতে হতো। কিন্তু বর্তমানে বাজেটের ৯০ শতাংশের অধিক ব্যয় মিটানো হয় অভ্যন্তরীণ রাজস্ব আহরণ থেকে। অভ্যন্তরীণ রাজস্ব আয়ে কাস্টমসের বড় ভূমিকা রয়েছে। বিগত দশ বছরে কাস্টমস কর্তৃক আদায়কৃত রাজস্ব বেড়েছে চার গুণের বেশি। ২০১৭-১৮ অর্থবছরে এর পরিমাণ ছিলো ৬১ হাজার ১১৮ কোটি টাকা যা মোট রাজস্ব আয়ের ৩০ শতাংশ।

মোংলা কাস্টমস হাউসের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস'র  সভাপতিত্ব‌ে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সুলতান মোঃ ইকবাল, খুলনা কর আপীল অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়, মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোঃ মোস্তফা কামাল প্রমুখ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ ও  ভ্যাট কমিশনারেট খুলনার অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশেদুল আলম।

এ সম্পর্কিত আরও খবর