বাজেটে ট্যাক্স কমানো হবে: অর্থমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-30 11:43:21

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, `আগামী বাজেটে পণ্যের উপর আরোপিত ট্যাক্স কমিয়ে আনা হবে। একই সঙ্গে রাজস্ব বাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হবে।’

শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, 'আমাদের সম্ভাবনার জায়গা অনেক, আমাদের ট্যাক্স বাড়িয়ে নয়, কমিয়ে। মূল কাজ হচ্ছে আমাদের রাজস্ব বাড়ানো। এখন তিন লাখ কোটি টাকা রাজস্ব আসে। এটাকে যদি বাড়িয়ে চার লাখ কোটি টাকা করা যায়, ট্যাক্স, ভ্যাট কমিয়ে, তাহলে কোনটা ভালো হয়?’

‘কমানোটাই ভালো হবে, এটা আমি প্রমাণ করবো। আগামী বাজেট থেকে মূল্য সংযোজন কর কমাবো।’ 

তিনি বলেন, ‘সকল পণ্যের ট্যাক্স এক রকম হবে না, একেক রকমের পণ্যের ট্যাক্স একেক রকম করা হবে। সেটা নির্ধারণ করা হবে প্রয়োজনীয়তার ভিত্তিতে।’

এছাড়া ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে ১৫ মিলিয়ন মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে বলেও গ্যারান্টি দেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘দেশের আমদানি ও রফতানি সকল পণ্য শতভাগ স্ক্যানিংয়ের আওতায় নিয়ে আসা হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিচ্ছি।’

অনুষ্ঠানে বাংলাদেশ কাস্টমসে বিশেষ অবদানের জন্য ‘ডব্লিউসিও সার্টিফিকেট’ প্রদান করা হয় ১৫ জন কর্মকর্তা ও পাঁচটি প্রতিষ্ঠানকে। এছাড়া কাস্টমস আধুনিকায়ন সম্মাননা দেওয়া হয় ৯ জন কর্মকর্তাকে।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেনে ভূইয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর