প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আইসিটি কোর্সের উদ্বোধন

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম | 2023-08-31 04:18:14

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আইসিটি কোর্সের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৭ জানুয়ারি) সকালে নগরীর বৈদ্যপাড়া রোডস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বরিশাল আঞ্চলিক কার্যালয়ে এই কোর্সের উদ্বোধন করা হয়।

পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কোর্সের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

এ সময় বরিশাল আঞ্চলিক কার্যালয়ে উপস্থিত ছিলেন, কম্পিউটার কাউন্সিল বরিশাল আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোঃ মনিরুল ইসলাম, আইসিটি ইন্সপেক্টর ইমরান হোসেন ও মরজিনা খাতুন রত্না সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক পরিচালক মোঃ মনিরুল ইসলাম জানান, প্রশিক্ষণ কর্মশালায় বরিশালসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে ১৩ জন ছেলে ও ৭ জন মেয়েসহ ২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

তিনি আরও জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এই কোর্সটি পরিচালিত হবে।

এছাড়া এই কোর্সে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে যাতায়াত ভাড়া বাবদ ২০০ টাকা ও আবাসনের জন্য ৪০০ টাকা সরকারিভাবে বরাদ্দ রাখা হয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের আইসিটি প্রশিক্ষণ কার্যক্রমটি ২০ দিনব্যাপী চলবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর