প্রতিটি বিভাগে হাইকোর্টের ব্রাঞ্চ চান হাফিজউদ্দীন আহমেদ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-06-30 12:30:20

বিচারকার্য দ্রুত নিষ্পত্তি ও মানুষের হয়রানি কমাতে প্রতিটি বিভাগে হাইকোর্টের ব্রাঞ্চ স্থাপনের দাবি জানিয়েছেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দীন আহমেদ।

রোববার (৩০ জুন) দ্বাদশ জাতীয় সংসদের ২০২৪-২৫ অর্থ বাজেটের অর্থবিলের ওপর সংশোধনীর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদে হাফিজউদ্দীন আহমেদ বলেন, জেলা শহরে মামলা জটে নাজেহাল সাধারণ মানুষ। অনেকে মামলার রায়ের জন্য জজকোর্ট থেকে হাইকোর্টে আসতে চান না। ফলে, মামলা ঝুলে যায় দীর্ঘ সময়। সে কারণে মামলা জট কমাতে প্রতিটি বিভাগে হাইকোর্টের ব্রাঞ্চ করতে হবে।

মামলা জট কমাতে জেলা কোর্টকে পূর্ণাঙ্গ কোর্ট করার দাবি জানিয়ে উপজেলা কোর্ট-কাচারি করার দাবি জানান এই সংসদ সদস্য।

এ সম্পর্কিত আরও খবর