মধ্যবিত্তদের জন্য ভাতা চালুর পরামর্শ হাফিজ উদ্দিনের

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-06-30 13:13:33

বর্তমান বাজারে যেভাবে দ্রব্যমূল্যের দাম বাড়ছে তাতে মধ্যবিত্ত পরিবারের জন্য ভাতা খোলা প্রয়োজন। একই সঙ্গে বিধবা ও বয়স্ক ভাতা ৫০০ থেকে এক হাজার টাকা করার দাবি জানিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ।

রোববার (৩০ জুন) দ্বাদশ জাতীয় সংসদের ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পাসের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সমাজকল্যাণ মন্ত্রীকে এই সংসদ সদস্য প্রশ্ন করে বলেন, বর্তমানে যে হারে দ্রব্যমূল্যর দাম বাড়ছে তাতে বয়স্ক ও বিধবাদের ৫০০ টাকা দিয়ে কি হয়। এই ভাতা বাড়িয়ে দ্রুত সময়ের মধ্য এক হাজার টাকা করা হোক।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে মূল্যস্ফীতি যেভাবে বাড়ছে সেখানে দূব্যমূল্যের দাম বেড়েই চলছে। দূব্যমূল্যর দাম বাড়ার সাথে সাথে চাপে পড়ছে মধ্যবিত্ত পরিবারগুলোর ওপর। তাই মধ্যবিত্ত পরিবারের কষ্ট লাগবে তাদেরকে ভাতার আওতায় নিয়ে আসার প্রয়োজন। আমি আশা করবো সমাকল্যাণ প্রতিমন্ত্রী এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিবেন।

এ সম্পর্কিত আরও খবর