চট্টগ্রামে দেয়াল ধসে আহত ১

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-06-30 13:49:48

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় দেয়াল ধসে এক নারী আহত হয়েছেন। তাকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (৩০ জুন) সকাল সোয়া আটটার দিকে কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই নারীর নাম জেসমিন আক্তার। তিনি একই এলাকার খলিল মিয়ার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, রোববার সকাল সোয়া আটটার দিকে চন্দ্রনগর কলাবাগান এলাকায় দেয়াল ধসে এক নারী পায়ে আঘাত পেয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।

জানা গেছে, পাহাড়ে টিনের ঘের দিয়ে ভবন নির্মাণ করা হচ্ছিল। সেখানকার মাটি ভঙ্গুর হওয়ায় ভবনের দেয়াল ধসে পড়ে। সেসময় স্থানীয় জেসমিন নামে এক নারী আহত হয়েছেন।

এদিকে একই থানার রউফাবাদ এলাকার মিয়া পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থানকারীদের সরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর মো. মোবারক আলী।

রোববার ভোররাত থেকে চট্টগ্রামে টানা বৃষ্টি হচ্ছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, শনিবার রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত নগরে ৫৮ দশমিক ৬ মিলিমিটার এবং রোববার (৩০ জুন) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আলী আকবর খান বলেন, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে গত তিনদিন ধরে টানা বৃষ্টিপাত অব্যাহত ছিল। আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে থাকবে। তবে যেহেতু এখনো তিন নম্বর সিগন্যাল আছে তাই ভারী বৃষ্টি হলেই এ সময় কোথাও কোথাও পাহাড় ধসেরও ঝুঁকি রয়েছে।

এর আগে, গত ২৭ মে বায়েজিদের ওই এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে চাপা পড়ে মৃত্যু হয় সাইফুল ইসলাম হৃদয় (২৬) নামে এক যুবকের।

এ সম্পর্কিত আরও খবর