পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দাবি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 15:33:35

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষার দাবি জানিয়েছে এইচএসসি-২০১৮ ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (২৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে শিক্ষার্থীরা এ দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘পাস করা শিক্ষার্থীদের তুলনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন অনেক কম। ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতির সময় পাওয়া যায় তিন মাস। এ সময়ে কারো শারীরিক বা পারিবারিক কোনো বিপর্যয় দেখা দিলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়ার স্বপ্ন এখানেই শেষ। বারো বছরের অর্জিত শিক্ষার মান মাত্র এক ঘণ্টায় নির্ধারণ করা হয়। যার মাধ্যমে প্রকৃত মেধাবী যাচাই করা সম্ভব নয়।’

তারা আরো বলেন, ‘দেশে ভালো মানের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো সামর্থ্য অনেক শিক্ষার্থীর থাকে না। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে স্বপ্ন বাস্তবায়ন করা নিতান্তই দুঃসাধ্য। যার ফলে হতাশ হয়ে প্রতিবছর হাজার হাজার মেধাবী বিদেশে পাড়ি জমায়।’

মানববন্ধনে মুন্সী আব্দুর রউফ কলেজের শিক্ষার্থী আহসান উল্লাহ বলেন, ‘ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য তিন মাস সময় পায়। এর মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়ে বা পারিবারিক সমস্যা থাকে। যার ফলে মেধাবী হয়েও পূর্ণাঙ্গ প্রস্তুতি না থাকায় সে তার স্বপ্নের বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ পায় না।’

মানববন্ধনে মুন্সি আব্দুর রউফ কলেজ, ঢাকা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, নেত্রকোনা সরকারি কলেজসহ আরও একাধিক কলেজের এইচএসসি-২০১৮ সালের পাশকৃত সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সম্পর্কিত আরও খবর