অ্যালকোহল রাখায় হোমিও চিকিৎসকের কারাদণ্ড

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা ২৪.কম | 2023-08-23 03:53:31

বরিশালে অ্যালকোহল রাখায় এক হোমিওপ্যাথিক চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। এছাড়া তাকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (২৭ জানুয়ারি) বরিশালের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোঃ নবাবুর রহমান ওই চিকিৎসকের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত হলেন বাকেরগঞ্জ উপজেলার বারখরিয়া এলাকার আব্দুল বাকের সিকদারের ছেলে ও নগরীর চাঁনমারী এলাকার এমএম হোমিওপ্যাথিক হলের চিকিৎসক মোঃ ইউসুফ আলী সিকদার।

এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৫ মে বরিশালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চাঁনমারী এলাকার এমএম হোমিও প্যাথিক মেডিকেল হলে অভিযান চালায়।

এ সময় চিকিৎসক ইউসুফ আলী সিকদারকে আটক করে। পরে তার ঘর তল্লাশি করে ১৮ মিলি লিটার অবৈধ অ্যালকোহল উদ্ধার করে।

এ ঘটনায় ওই দিনই বরিশাল সদর সার্কেল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হাওলাদার মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে হোমিওপ্যাথিক চিকিৎসক ইউসুফ আলী সিকদারকে আসামী করে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে।

২০১১ সালের ২৩ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আব্দুর রব আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আদালতের বিচারক ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে এ রায় প্রদান করেন।

 

এ সম্পর্কিত আরও খবর