বাংলাদেশে পর্তুগালের দূতাবাস দাবি

ঢাকা, জাতীয়

নাঈম হাসান পাভেল | 2023-08-30 22:36:19

পোর্তো, পর্তুগাল থেকে: পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী আগুস্তো সান্তোস সিলভার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো নেতৃবৃন্দ। পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকীর উপস্থিতিতে পর্তুগাল-বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

পোর্তোর স্থানীয় পোর্তোগান্ধি রেস্টুরেন্টে শনিবার (২৬ জানুয়ারি) রাত ৮টায় বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর আয়োজনে অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অংশ নেন পর্তুগালের ক্ষমতাসীন স্যোশালিস্ট পার্টির পোর্তো শাখার সভাপতি ম্যানুয়েল পিজারো, পর্তুগিজ সংসদের এমপি থিয়াগো বারবোজা রিবেইরো, পোর্তো যুব স্যোসালিস্টের সভাপতি হুগো গিলবাইয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জোয়াও কোয়েলো।

অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল বাংলাদেশে পর্তুগালের স্থায়ী দূতাবাস স্থাপনের দাবি করেন এবং বাংলাদেশ থেকে কৃষিসহ বিভিন্ন পেশায় দক্ষ শ্রমিক নেওয়ার আহ্ববান জানান।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আগুস্তো সান্তোস সিলভা বলেন, বর্তমানে ৭৮ দেশে আমাদের কনস্যুলার সেবা চালু রয়েছে। বাংলাদেশিরা যে ধরণের সমস্যার সম্মুখীন হচ্ছেন, আমরা তা সমাধানের চেষ্টা করছি। তিনি অভিবাসন সংক্রান্ত বিষয় ও নতুন দূতাবাস স্থাপনের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করার কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী বলেন, আমাদের সম্পর্ক অনেক পুরনো, প্রায় ৫০২ বছরের। আমাদের জীবনে পর্তুগিজদের প্রভাব অনেক এবং আমাদের এই ঐতিহাসিক সম্পর্ক অনেক গভীর। আমাদের এবং পর্তুগিজদের মধ্যে অনেক মিল রয়েছে, বিশেষ করে খাবারের। বাংলাদেশে দূতাবাস না থাকায় বাংলাদেশিরা অনেক সমস্যায় পড়ছেন। আমি নিজেও এটার ভূক্তভোগী। বাংলাদেশে পর্তুগালের স্থায়ী দূতাবাসের গুরুত্ব তুলে ধরে তিনি পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়টি বিবেচনা করার আহবান জানান।

সম্প্রতি পর্তুগাল-বাংলাদেশ সম্পর্কের ৫০০ বছর উদযাপিত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর