স্বাস্থ্য অধিদফতরের নিয়োগ প্রত্যাশীদের অবস্থান কর্মসূচি স্থগিত

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-09 02:53:20

স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের আশ্বাসে চলমান আন্দোলন আপাতত স্থগিত করেছেন আন্দোলনকারীরা।

এর আগে সোমবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করছিলেন স্বাস্থ্য অধিদফতরের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী পদে নিয়োগ প্রত্যাশীরা।

এ সময় তারা হাইকোর্টের রায় অনুযায়ী স্বাস্থ্য অধিদফতরের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের নিয়োগ বাস্তবায়ন করার জন্য অবস্থান কর্মসূচি জোর দাবি জানিয়ে আসছিলেন। 
নিয়োগ প্রত্যাশীদের অবস্থান কর্মসূচি দেখে তাদের নিয়োগের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা আশ্বাস দিলে বেলা সাড়ে ১২ টার দিকে তারা তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।

এসময় নিয়োগ প্রত্যাশীদের আশ্বস্ত করে স্বাস্থ্য অধিদফতরের নিয়োগ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ কাউসার সাংবাদিকদের বলেন, অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ অসুস্থ। তিনি সুস্থ হয়ে ফিরে আসলে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে বলে অধিদফতরের কর্মকর্তারা আমাদের আশ্বাস দিয়েছেন। 

তিনি বলেন, এই আশ্বাসের ভিত্তিতে আমরা আজকের মতো আমাদের অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি স্থগিত করছি।

এ সম্পর্কিত আরও খবর