নিখোঁজের ২৭ দিন পর মিলল যুবকের কঙ্কাল, পড়ে ছিল মোবাইল

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো | 2024-07-08 18:54:07

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিখোঁজের ২৭ দিন পর মো. সাইফুল আজম ইরফান (২৯) নামে এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৮ জুলাই) সকালে উপজেলার সাধনপুর ইউনিয়নের পাহাড়ি এলাকার বড্ডিলা নামের জঙ্গল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ইরফান ওমান প্রবাসী ছিলেন। পাঁচ মাস আগে তিনি দেশে ফেরেন। এরপর গত ১১ জুন তিনি নিখোঁজ হন।

ইরফান সাধনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাধনপুর মোকামিপাড়া এলাকার মো. আব্দুল জলিলের ছেলে। আবদুল জলিল ছেলেকে না পেয়ে বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। তিনি বলেন, ‘গত ১১ জুন দুপুরে ইরফান নামাজ পড়তে ঘর থেকে বের হন। এরপর আর ফিরে আসেনি। সবখানে খবর নেওয়ার পর তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি।’

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রবাসে থাকার সময়ে উত্তরবঙ্গের এক তরুণীর সঙ্গে ইরফানের প্রেমের সম্পর্ক ছিল। পাঁচ মাস আগে দেশে ফিরে ইরফান ওই নারীকে বিয়ের চেষ্টা করেন। কিন্তু তিনি রাজি হননি। এমন ঘটনায় হতাশ হয়ে পড়েন ইরফান। ওই তরুণীর সঙ্গে ঝগড়ার রেশ ধরে জঙ্গলে গিয়ে ইরফান আত্মহত্যা করতে পারেন বলে-তারা আশঙ্কা করছেন।

গলিত মরদেহের পরনে থাকা কাপড়, সাদা শার্ট, মাথার টুপি, নীল রংয়ের লুঙ্গি ও মোবাইল দেখে ইরফানের পিতা ছেলের মরদেহ শনাক্ত করেছেন বলে জানিয়েছেন বাঁশখালী থানার ওসি (তদন্ত) শুধাংশু শেখর হালদার। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে মাথার খুলিসহ খণ্ড খণ্ড কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে বাঁশখালী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এ সম্পর্কিত আরও খবর