'বন সংরক্ষণের রাজনৈতিক প্রতিবেশ’ শীর্ষক বক্তৃতা বুধবার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 22:19:41

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান তার অপ্রকাশিত পিএইচডি অভিসন্দর্ভ ‘বাংলাদেশে বন সংরক্ষণের রাজনৈতিক প্রতিবেশ’ শীর্ষক বক্তৃতা করবেন বুধবার (৩০ জানুয়ারি)। বিকাল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারের আর সি মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ বক্তৃতানুষ্ঠানে সভাপতিত্ব করবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সাদেকা হালিম।

বক্তৃতানুষ্ঠানের আয়োজক ‘জ্ঞানতাপস আবদুর রাজ্জাক ফাউন্ডেশন’।

ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আহরার আহমদ জানান, ‘অধ্যাপক আব্দুর রাজ্জাকের চিন্তা ও চর্চায় অনুপ্রাণিত হয়ে আমরা আয়োজন করে চলেছি অপ্রকাশিত পিএইচডি অভিসন্দর্ভ বক্তৃতা। এ প্রচেষ্টার দ্বিতীয় আয়োজন এটি।’

উল্লেখ্য, ‘জ্ঞানতাপস আবদুর রাজ্জাক ফাউন্ডেশন’ প্রতিনিয়ত বক্তৃতা, সেমিনার, আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক-সাংস্কৃতিক বিষয়ে গবেষণা ও জ্ঞানের বিকাশে নিরত রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর