অধিবেশনের প্রথম দিনেই উঠছে ৫ অধ্যাদেশ

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 06:28:26

একাদশ সংসদ অধিবেশনের প্রথম দিনেই নিষ্পত্তি হতে যাচ্ছে ৫ অধ্যাদেশ। সাধারণত রাষ্ট্র অকার্যকর থাকা অবস্থায় অথবা যখন সংসদের অধিবেশন বন্ধ থাকে তখন রাষ্ট্রের জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের একক ক্ষমতাবলে যে আইন জারি করেন সেটিই অধ্যাদেশ।

তবে শর্ত থাকে, অধ্যাদেশ জারি হওয়ার পরবর্তীতে যখন অধিবেশন শুরু হবে সেদিন প্রথম বৈঠকে অধ্যাদেশগুলো সংসদে উত্থাপিত হবে। এবার একাদশ সংসদের প্রথম অধিবেশনে ৫টি অধ্যাদেশ উঠছে।

এই পাঁচ অধ্যাদেশের মধ্যে রয়েছে- একাদশ সংসদ নির্বাচনের আগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সংক্রান্ত গণপ্রতিনিধি সংশোধন বিল বা আরপিও অধ্যাদেশ (২০১৮), ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ-২০১৮, পার্বত্য চট্টগ্রাম (ভূমি অধিগ্রহণ) (সংশোধন) অধ্যাদেশ- ২০১৮, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন্স অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, বাংলাদেশ ইপিজেড শ্রম অধ্যাদেশ-২০১৯।

সবগুলো অধ্যাদেশ সংসদে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক উপস্থাপন করবেন।

এ সম্পর্কিত আরও খবর