সুন্দরবনের বাঘকে পিটিয়ে হত্যা

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-24 03:36:26

বাগেরহাটের মোরেলগঞ্জে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে মঙ্গলবার সকালে সুন্দরবনের এক বাঘের হামলায় ১০ জন আহত হয়েছেন। পরে এলাকাবাসী বাঘটিকে পিটিয়ে হত্যা করেছে। আহতদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, গুলিশাখালী গ্রামের টুকু দলালের পুত্র মাসুম দলাল (৩৫), রফেজ সরদারের পুত্র মজিবর সরদার (৫৫), মজিবর সরদারের পুত্র সগির (১৯) ও পিসি বারইখালী গ্রামের রশিদ উদ্দিনের পুত্র হাইয়ুম (৩৫)। এদের মধ্যে মাসুম দলালের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, সুন্দরবন থেকে খাদ্যের সন্ধানে ভোরে ৬ কিমি লোকালয়ে প্রবেশ করে। ঘটনার সময় ক্ষুধার্ত বাঘটি একটি মত্স্য ঘেরে ঢুকে লোকজনকে আক্রমণ করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন লাঠিসোটা নিয়ে বাঘটিকে পিটিয়ে হত্যা করে। এ সময় বাঘের হামলায় আহত হন ১০ জন। খবর পেয়ে ভিলেজ টাইগার রেসপন্স কমিটির সদস্যরা বাঘটিকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরে গুলিশাখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ খায়রুল ইসলাম নিহত বাঘটি জিউধরা ফরেস্ট ক্যাম্পে নিয়ে যায়। বাঘটি ৬ ফুট লম্বা বলে ফরেস্ট কর্মকর্তা জানান।

এ সম্পর্কিত আরও খবর