দুর্নীতি বেড়েছে বাংলাদেশে: টিআইবি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 22:03:22

টিআইবির দুর্নীতি সূচকে ২০১৮ সালে বাংলাদেশ চার ধাপ নেমেছে। দুর্নীতি ধারণা সূচকের ০-১০০ এর স্কেলে বাংলাদেশের স্কোর ২০১৭ এর তুলনায় ২ পয়েন্ট কমেছে। অবনমনের তালিকায় ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হয়েছে ১৩তম।  ঊর্ধ্বক্রম অনুযায়ী ১৪৯ তম, যা ২০১৭ এর তুলনায় ৬ ধাপ অবনতি। ১০০ এর মধ্যে গড় স্কোর ৪৩ বিবেচনায় বাংলাদেশের স্কোর ২৬। যা দুর্নীতির সূচকে উদ্বেগজনক।  

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০১৮ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এ উপলক্ষে ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, দুদকের সক্রিয়তা দেখতে পাই মধ্যম পর্যায়ে। সাম্প্রতিককালে দুদক সেবাখাতের দুর্নীতির দিকে নজর দিয়েছে। যেটা অবশ্যই দরকার কিন্তু বাংলাদেশের দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হলে উচ্চ পর্যায়ের দুর্নীতিগুলোর দিকে নজর দিতে হবে।

উল্লেখ্য, সিপিআই অনুযায়ী বাংলাদেশ তথা অন্যকোনো দেশকেই 'দুর্নীতিগ্রস্ত দেশ' বলা যাবে না। বরং সূচকভুক্ত দেশগুলোর মধ্যে তুলনামূলকভাবে 'দুর্নীতির মাত্রা অধিক বা কম' বলা যাবে।

এ সম্পর্কিত আরও খবর