শান্তিপূর্ণ আন্দোলনে বাধা নেই, সহিংসতা করলে ছাড় নেই: প্রধানমন্ত্রী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-07-14 17:19:52

কোটা প্রশ্নে আদালতের রায় আসা না পর্যন্ত সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলে, শিক্ষার্থীরা আন্দোলন করছে করুক। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা নেই, কিন্তু পুলিশের গায়ে হাত দিবে, গাড়ি ভাঙচুর করবে। পরিষ্কার কথা সহিংসতা করলে কাউকে ছাড় নেই।

রোববার (১৪ জুলাই) বিকেল ৪টায় গণভবনে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে সরকার প্রধান বলেন, আন্দোলনের কারণে কিন্তু ২০১৮ সালে সব কোটা বাতিল করে দিয়েছিলাম। তারপর কি হয়েছে আপনার দেখেছেন। নারীদের সংখ্যা কমে গেছে। তাদের বুঝতে হবে আদালতের রায়ের বিরুদ্ধে আমাদের কিছু করার নেই। কিন্তু তারা আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান মানবে না। একটা রাষ্ট্র কিভাবে চলে তাদের বুঝতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে? তা তো আমরা দিতে পারি না।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদের কে দিয়েছে? তারা (মুক্তিযোদ্ধারা) দেশ স্বাধীন করার জন্য জীবনপণ লড়েছেন। তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় কীভাবে? মুক্তিযুদ্ধ তাদের এখন ভালো লাগে না।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গত ৮ জুলাই সরকারি সফরে চীনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গত বৃহস্পতিবার দেশে ফেরেন।

বেইজিংয়ে অবস্থানকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন। তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

শেখ হাসিনার সফরকালে বাংলাদেশ ও চীন ২১টি সহযোগিতার নথিতে সই ও নবায়ন করেছে। এসবের বেশির ভাগই সমঝোতা স্মারক।

এ সম্পর্কিত আরও খবর