বার্তা২৪.কম-এ খবর প্রকাশের পর বনের জমি উদ্ধার

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 10:35:18

বার্তা২৪.কম-এ খবর প্রকাশের পর ভালুকায় বনের ১০ একর জমি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে অভিযান সবে শুরু বলে ঘোষণা দিয়েছে দুদক কর্তৃপক্ষ। অভিযান বিষয়ে দুদক মহাপরিচালক (প্রশাসন) মুনীর চৌধুরী বলেছেন, ‘বনের জমি যার দখলেই থাকুক ছাড় দেওয়া হবে না।’

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় জামিরদিয়া মৌজার ৬৭ দাগে ১০ একর জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭০ কোটি টাকার মতো। এসব জমি বেলাল ফকির, তার জামাতা এনামুল হক ও স্থানীয় ইউপি সদস্য হাশেম মিয়া বাউন্ডারি দিয়ে দখলে নেয়। বন বিভাগ বাঁধা দিলেও তারা জোর করেই সীমানা প্রাচীর নির্মাণ করে দখলে নেয়।

মঙ্গলবার দুদকের অভিযানে সীমানা প্রাচীর গুড়িয়ে দেওয়া হয়। এই অভিযান অব্যহত থাকবে। দুদক বন বিভাগ, ভালুকার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অবৈধ দখলদারদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছে।

এর আগের দিন সোমবারও (২৮ জানুয়ারি) ভালুকায় অভিযান চালায় দুদক। বনের আতঙ্ক বাউন্ডারি শহীদের বাড়িতে গিয়ে বনের জমি স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় দুদক। অন্যথায় দুদক যদি অনিয়ম পায় তাহলে ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য বার্তা২৪.কম বন বিভাগের ওপর ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে। যাতে উঠে আসে ভালুকার বনের অস্তিত্ব বিপন্নের কথা। কাগজে মল্লিকবাড়ি বিটের ১৫৯৯ একর জমি থাকার কথা থাকলেও বাস্তবে কোনো জমি নেই তাদের। সব বেদখল হয়ে গেছে। উঠে এসেছে অনেক অবাক করার মতো তথ্য।

** ভালুকায় বনের মাটি কেটেই দখল হচ্ছে বনের জমি

** কে এই বাউন্ডারি শহীদ

** বনের জমি দখলের খেলার নাম ‘ডিমার্কেশন’

** ১৫৯৯ একর জমির মালিক মল্লিকবাড়ি বন বিট নিজেই ভূমিহীন

** বন বিভাগের আতঙ্ক কে এই মনির!

এ সম্পর্কিত আরও খবর