মাসের শেষে ধেয়ে আসছে আরেকটি ‘ভয়াবহ’ শৈত্যপ্রবাহ

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-22 15:33:35

আবহাওয়াবিদরা বলছেন, দেশে শীতের তীব্রতা এই মুহূর্তে কিছুটা কম। তবে শীত চলে গেছে ভাবলে ভুল হবে। বাংলাদেশের দিকে ধেয়ে আসছে কনকনে ঠান্ডার আরও একটি শৈত্যপ্রবাহ। ২৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহটি, যেটির তীব্রতা কাঁপিয়ে দিতে দেশের অনেক স্থানের মানুষের জীবনযাত্রা। আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, আগামী ২৫ তারিখ থেকে দেশে ওপর দিয়ে একটা শৈতপ্রবাহ বয়ে যাবে। দেশের কোনো জায়গায় মাঝারি ধরনের, আবার কোনো কোনো জায়গার ওপর দিয়ে তীব্র শৈতপ্রবাহ বয়ে যাবে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয় বাংলাদেশের ওপর এখনো সেভাবে সক্রিয় হয়নি উল্লেখ করে বজলুর রশিদ বলেন, এটি আগামী ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) নাগাদ বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করবে। এরপর শীতের তীব্রতা বাড়তে পারে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জেলাগুলোতে (বিশেষ করে কক্সবাজার, বান্দরবান) ৩০ ও ৩১ জানুয়ারি রাতের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। আবহাওয়া পূর্বাভাস চিত্র পর্যালোচনা করে আবহাওয়াবিদরা বলেন, এই শৈত্যপ্রবাহ গত শৈত্যপ্রবাহের চেয়েও ভয়াবহ রকমের ঠাণ্ডা হবে। বিশেষ করে পঞ্চগড়-দিনাজপুর-নীলফামারী জেলায় তীব্র ঠাণ্ডা পড়বে। রাত ও সকালের তাপমাত্রা গত ৩০ বছরের (১৯৮১ থেকে ২০১০ সাল) এই সময়ের গড় তাপমাত্রার চেয়ে ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। আমেরিকার আবহাওয়া পূর্বাভাষ মডেল Global Forecast System (GFS) পূর্বাভাস মতে, আগামী ২৫ তারিখের পর থেকে একটি শৈত্যপ্রবাহ পঞ্চগড়-দিনাজপুর জেলার ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করা শুরু করবে। ২৭ থেকে ২৯ জানুয়ারি তারিখ পর্যন্ত পুরো দেশে তীব্র ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করবে। রাজশাহী, পাবনা, পঞ্চগড়, দিনাজপুর, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া এবং বরিশাল জেলার ওপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং তা দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ সম্পর্কিত আরও খবর