স্পিকার শিরীন শারমিন, ডেপুটি স্পিকার থাকছেন ফজলে রাব্বি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 21:45:54

দশম সংসদের মতো একাদশ জাতীয় সংসদে স্পিকারের দায়িত্ব পালন করবেন ড. শিরীন শারমিন চৌধুরী আর ডেপুটি স্পিকার হিসেবে থাকছেন ফজলে রাব্বি মিয়া বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্পিকার পদে ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদের।

পরে সেই প্রস্তাবে সমর্থন করেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী। প্রস্তাবটি কণ্ঠভোটে দেন সংসদে স্পিকারের আসনে থাকা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

সংসদ সদস্যদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে বিনাভোটে নির্বাচিত হন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে সংসদের অধিবেশন বিশ মিনিটের জন্য মুলতবি করা হয়।

এদিকে স্পিকারের সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ বুধবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায়।

সংবিধান অনুযায়ী, বছরের প্রথম অধিবেশন শুরুর দিন রাষ্ট্রপতি সংসদে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন। পরে রাষ্ট্রপতির ওই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব জানাতে সাধারণ আলোচনা হয়। তবে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মারা যাওয়ায় সংসদে শোক প্রস্তাব আনা হবে। এরপর তার স্মরণে আলোচনা হবে।

এ সম্পর্কিত আরও খবর