নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া আজিজুল হক নামে এক ক্যান্টিন বয়কে অস্ত্রসহ আটক করেছে র্যাব।
সোমবার (২৯ জুলাই) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে নরসিংদী জেলার রায়পুরা থানা পুলিশ। রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ২টি অস্ত্র, ১২ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিন উদ্ধার করে। গ্রেফতারের পর র্যাবের পক্ষ থেকে অস্ত্র মামলা দায়ের করে রায়পুরা থানা হেফাজতে হস্তান্তর করে।
এছাড়াও চরাঞ্চল নিলক্ষা নিউনিয়নের সোনাকান্দী কান্দাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইউনুস আলী নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করে রায়পুরা থানা পুলিশ। গ্রেফতারকৃত ইউনুস আলী নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি কান্দাপাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ এবং ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
সোমবার (২৯ জুলাই) বিকেলে রায়পুরা থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন পলাশ।