ইস্টার্ন প্লাজায় নকল মোবাইলের বিরুদ্ধে র‍্যাবের অভিযান

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-28 04:33:41

রাজধানীর ইস্টার্ন প্লাজা মার্কেটে নকল মোবাইলের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় হাতিরপুল এলাকায় ইস্টার্ন প্লাজায় এ অভিযান চালান র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

তিনি জানান, এখন পর্যন্ত ১৪ লাখ টাকা জরিমানা ও ৬ জনের কারাদণ্ড দিয়েছেন এই আদালত।

অভিযান চলাকালীন সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, 'নকল ও ক্লোন করা মোবাইল সেটের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলছে। এই ভ্রাম্যমাণ আদালত জরিমানার পাশাপাশি এখন পর্যন্ত ২০০/৩০০ টি নকল ও ক্লোন মোবাইল সেট জব্দ করেছে।'

আনুমানিক রাত ১২টা পর্যন্ত এই অভিযান চলবে।

এ সময় এখানে র‍্যাব সদস্যদের উপস্থিতি লক্ষ্যে করা যায়। যারা প্রত্যেকটি দোকানের সামনে অবস্থান নিয়েছেন।

অন্যদিকে র‍্যাব থেকে জানানো হয়েছে, অভিযান শেষে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।

এ সম্পর্কিত আরও খবর