চট্টগ্রামের আন্দরকিল্লাহ থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল নিউমার্কেটে প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর টাইগারপাস চত্বরে অবরোধ করেছে। এসময় তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণিপেশার মুসল্লির পাশাপাশি নারী শিক্ষার্থীরা অংশ নেয়।
শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর এক হাজারের বেশি আন্দোলনকারী ও মুসল্লিরা আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ থেকে বের হয়ে আব্দুল খালেক চত্বরে সোয়া ২টা পর্যন্ত অবস্থান নেন। সেখানে তাদের পাশাপাশি পুলিশসহ শতাধিক আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের সতর্কভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এসময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। মিছিলে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বয়সী মুসল্লিকে দেখা যায়। পরে আন্দোনকারীরা ভারী বৃষ্টিতে ভিজে সোয়া দুইটার দিকে মিছিল নিয়ে লালদিঘীর পাশ দিয়ে কোতোয়ালী মোড় হয়ে নিউমার্কেট মোড়ে আড়াইটার দিকে সমবেত হয়। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিউমার্কেটে টানা আধা ঘণ্টা অবস্থান নিয়ে নানা ধরনের স্লোগান দেয় আন্দোলনকারীরা। এসময় কয়েকজনকে শহীদ কামাল উদ্দিন স্মৃতি স্তম্ভের ওপর ওঠে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
পরে আন্দোলনকারীরা সেখান থেকে তিনটার দিকে কদমতলী রেলওয়ে স্টেশন হয়ে টাইগাস পাসের দিকে রওয়া দেয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আন্দোলনকারী শিক্ষার্থীরা টাইগারপাস মোড় অবরোধ করে নানা ধরনের স্লোগান দিচ্ছে।
এদিকে আন্দরকিল্লাহ থেকে আন্দোলনকারীরা সরে যাওয়ার পর স্থানীয় কাউন্সিলর শৈবাল দাশ সুমনের নেতৃত্বে ৫০ জনের একটি মিছিল আন্দরকিল্লাহ মোড় ঘুরে চেরাগি হয়ে চট্টগ্রামে প্রেসক্লাবের দিকে চলে যায়। ওই মিছিলে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দেখা যায়।
এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি 'প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল' এর ডাক দেন। তিনি তাঁদের কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, বুদ্ধিজীবী, সাংস্কৃতিককর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, আলেম-ওলামা, শ্রমিক, অভিভাবকসহ চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানান।