উত্তরায় মুখোমুখি অবস্থানে পুলিশ-শিক্ষার্থী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-08-02 17:41:27

কোটা সংস্কারের আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের বিচারের দাবিতে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর ব্রিজের কাছে শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থান করছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে ধাওয়া পালটা ধাওয়া চলে। এরপর শিক্ষার্থীরা ১০ নম্বর সেক্টর ব্রিজের কাছে চলে যায়। এই মুহূর্তে শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থান করছে। 

উত্তরা-পশ্চিম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. বায়েজীদ জানান, উত্তরা ১০ নম্বর সেক্টর ব্রিজের কাছে শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থান করছে। ঘটনাস্থলে সিনিয়র অফিসাররা আছেন। 

এদিকে রাজধানীর ইসিবি চত্ত্বরে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর