গাইবান্ধায় বৃষ্টি উপেক্ষা করে দোয়া ও গণমিছিল করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এতে অংশ নিয়েছেন বিভিন্ন মসজিদের মুসুল্লিরাও।
শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজ শেষে শহরের কেন্দ্রীয় বড় মসজিদের সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে এই গণমিছিল বের করেন তারা।
মিছিলটি শহরের ডিবি রোড ও এক নম্বর ট্রাফিক মোড় হয়ে শনি মন্দির রোড দিয়ে পুনরায় বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে আন্দোলনকারীরা সেখানে কিছুক্ষণ অবস্থান করে বিভিন্ন স্লোগান, কর্মসূচি দিয়ে সমাপ্ত ঘোষণা করেন। মিছিলটির পুরো সময় ধরে পুলিশসহ আইনশৃঙ্খলার বিভিন্ন বাহিনী তাদের সামনে পেছনের উভয় পার্শ্বেই সতর্ক অবস্থান নেয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা মুঠোফোনে বার্তা২৪.কমকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা শহরে একটি মিছিল বের করে। বিশৃঙ্খলা এড়াতে এ সময় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় তাদের সঙ্গে ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।