শিক্ষার্থীদের সাথে বিক্ষোভে অভিভাবকরাও!

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-08-03 13:37:50

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছেন অভিভাবকরা। শনিবার (৩ আগষ্ট) সকাল থেকে আফতাবনগর ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সাথে অভিভাবকরা বিক্ষোভ মিছিলে যোগ দেয়।

আফতাবনগরে বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা অবস্থান করলেও ১১টা ৫০ মিনিটে তারা আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ শুরু করেন। এ সময় কয়েক হাজার শিক্ষার্থী একযোগে ৯ দফা দাবি আদায়ে স্লোগান দেওয়া শুরু করেন। আন্দোলন চলাকালে আফতাবনগরের প্রধান গেটের মুখে অর্ধশতাধিক পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা গেছে। 

আফতাবনগরে সন্তানদের সঙ্গে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, তিনি মূলত তার এবং বাংলাদেশের সব মায়ের সন্তানদের নিরাপদ ভবিষ্যতের কথা ভেবেই এই আন্দোলনে যোগ দিয়েছেন। এখানে কোনো রাজনৈতিক দলকে ফায়দা দেওয়ার জন্য তারা আসেননি। তারা এসেছেন ন্যায়বিচারের দাবিতে। 

এ সময় সেই মা'সহ উপস্থিত আরও কয়েকজন অভিভাবক সারা দেশের বাবা-মায়েদের প্রতি আহ্বান জানান, তারাও যেন ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমে আসেন।

এ সম্পর্কিত আরও খবর