বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিলে কয়েক হাজার শিক্ষার্থী ও অভিভাবকরা মিলে বাড্ডা রামপুরা সড়ক অবরোধ করেছে তারা।
শনিবার ৩ আগস্ট) দুপুর ২টায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ও বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আফতাবনগর থেকে মিছিল নিয়ে রামপুরা বাড্ডা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছে অভিভাবকরা।
শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে বাড্ডা রামপুরা মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এসময় তারা সরকার পদত্যাগের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।