কয়েকদিনের টানা বর্ষণে পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ির কাচালং নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
এরই মধ্যে সাজেক দিঘীনালা সড়কসহ অভ্যন্তরীণ বেশ কিছু সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়ি ও রাঙামাটির যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে আটকে পড়েছে ৩৮৪ পর্যটক।
শনিবার (৩ আগস্ট) বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার পর্যটকদের আটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাজেকে গত দুইদিনে ৩৮৪ জন পর্যটক বেড়াতে গিয়ে আটকে পড়েছে।
টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ছয় মাসে তৃতীয় বারের মতো বন্যার কবলে পড়তে যাচ্ছে বাঘাইছড়ি।
এদিকে মারিশ্যা দিঘিনালা সড়ক ও আশপাশের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়া মারিশ্যা দিঘিনালা সড়কে যানচলাচলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।